Ajker Patrika
হোম > অর্থনীতি

সামিট পাওয়ারে নতুন এমডি মনিরুল ইসলাম আখন্দ

অনলাইন ডেস্ক

সামিট পাওয়ারে নতুন এমডি মনিরুল ইসলাম আখন্দ
সামিট পাওয়ার লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ। ছবি: সংগৃহীত

সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ। তিনি আজ বুধবার এমডি পদে যোগদান করেন।

সামিট পাওয়ারে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এর আগে সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন। বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

মনিরুল ইসলাম আখন্দ ১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন্ড লাভ করেন। তিনি সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে দুই বছরের বেশি সময় কর্মরত ছিলেন।

তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তিনি তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অসংখ্য কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, আউন্সপ্রতি ৩১০০ ডলার ছাড়াল

চীনের আবাসন খাতের বন্ড কিনে বিপাকে বিদেশি বিনিয়োগকারীরা

লেনদেন আড়াই লাখ কোটি

ঈদের পরও বাজারে আসছে না নতুন নোট

ঈদের আগে জমজমাট টুপি-আতরের ব্যবসা

যমুনা ফিউচার পার্কে মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’

বাংলাদেশে কারখানা স্থানান্তরে দেশীয় বিনিয়োগকারীদের সহায়তা দেবে চীনা এক্সিম ব্যাংক

ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ

চীনে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা