হোম > অর্থনীতি

পোশাকশ্রমিকদের ডিজিটাল লোন সুবিধা দিতে আপন বাজার ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

বিজ্ঞপ্তি

তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ছোট আকারের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দেওয়ার লক্ষ্যে ‘আপন বাজার’–এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের কর্মীদের অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের জীবনমান উন্নত করা। এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ডিজবার্স করা হবে। এতে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। 

এই চুক্তির ফলে এখন থেকে আরএমজি সেক্টরের কর্মীরা ব্যাংকিং আওয়ারের বাইরেও যেকোনো সময় নিজেদের ফোন থেকে মাত্র কয়েক ক্লিকেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ধরনের কাগজপত্র ছাড়াই তাঁরা ৫০ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। 

২৯ আগস্ট ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আপন বাজারের ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমাদের এই যৌথ উদ্যোগটি আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিজনেস মডেলটি এই সেক্টরের কর্মীদের, বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এসএমই কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এর আগে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন ডিজিটাল লোন প্রপোজিশন ‘জীবিকা’ চালু করেছিল। রিয়েল-টাইম লোন ডিজবার্সমেন্টের লক্ষ্যে আবেদনকারীর ঋণ গ্রহণের সক্ষমতা যাচাই-বাছাইসহ অন্যান্য জিনিস মূল্যায়নের প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা হয়। 

আপন বাজার হলো আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সাশ্রয়ী পণ্য এবং সেবা নিশ্চিতে দেশের মার্কেটপ্লেসে কাজ করা অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কারখানার অভ্যন্তরে দোকান পরিচালনা করে এবং স্বাভাবিক দামের চেয়ে কিছুটা ছাড়ে কারখানার শ্রমিকদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—আপনের ডিরেক্টর ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন