হোম > অর্থনীতি

চীনের বিকল্প গড়তে যুক্তরাষ্ট্রে ফক্সকনের বিনিয়োগ আলোর মুখ দেখল না

অনলাইন ডেস্ক

উইসকনসিনে কারখানা নির্মাণের জন্য ২০১৭ সালে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন। এতে প্রায় ১৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা দেখা দিয়েছিল। তবে সেটি আর হচ্ছে না। ফক্সকন এখন ইউ ক্লেয়ার ও গ্রিন বে-তে অবস্থিত দুটি ভবন বিক্রি করে দিচ্ছে। এ দুটি সম্পত্তি ২০১৮ সালে প্রায় ১ কোটি ২০ লাখ ডলারে কেনা হয়েছিল। 

প্রযুক্তি কারখানায় চীনের ওপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের অংশ হিসেবে ফক্সকন উইসকনসিনে কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে, বিক্রয় তালিকায় এই সম্পত্তি থাকার তথ্যটি প্রথম প্রকাশ করে উইসকনসিন পাবলিক রেডিও। এ তালিকা অনুসারে, এতদিন গ্রিন বে বাড়ির ৬ তলার মধ্যে শুধু ৩ তলা ব্যবহার করা হচ্ছিল। আর ইউ ক্লেয়ারের ভবনটিতে ফক্সকনের অংশটি বহু বছর ধরে অব্যবহৃত রয়েছে। 

ফক্সকন মূলত বলেছিল, তারা উইসকনসিনে ‘উদ্ভাবন কেন্দ্র’ নির্মাণ করবে। এর মধ্যে একটি এলসিডি প্যানেল প্রস্তুতের কারখানা হিসেবে ব্যবহার করবে। প্রকল্পটি এতই বড় ছিল যে যুক্তরাষ্ট্রের ওই রাজ্য সরকারের কাছ থেকে ফক্সকনের অন্তত ২৮৫ কোটি ডলারের করছাড় পাওয়ার কথা ছিল।

এ প্রকল্প যখন ঘোষিত হয় তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচিত না হন তবে ফক্সকন যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণের জন্য ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে না। সোনালি কোদাল দিয়ে ফক্সকনের এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত ছিলেন।

 তবে ২০২১ সালে ফক্সকন ১ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসে ৬৭ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এতে কর্মসংস্থানের সংখ্যাও ১৩ হাজার থেকে কমিয়ে ১ হাজার ৪৫৪-এর কথা বলা হয়। সংস্থাটি তখন জানায়, এর মূল প্রকল্প ‘অনুমান অযোগ্য বাজার অস্থিতিশীলতার’ কারণে বদলে গেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এ প্রকল্পের আওতা কমিয়ে আনায় পরিবর্তিত বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে তাল মেলানোর সুযোগ থাকবে বলে জানিয়েছিল কোম্পানিটি। 

ফক্সকন ইউ ক্লেয়ারের সম্পত্তি বিক্রি নিয়ে কোনো মন্তব্য করেনি। গ্রিন বের মেয়র এরিক গেনরিচ এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, তিনি আশা করেন, ফক্সকন এটি বিক্রি করার ফলে জলাধারের সম্মুখস্থ দারুণ এ দালানের আরও ভালো ব্যবহার করা হবে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন