হোম > অর্থনীতি

রেস্তোরাঁসহ কিছু পণ্য ও সেবার ভ্যাট কমানোর কথা ভাবছে এনবিআর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এর মধ্যেই রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

আজ বুধবার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এনবিআর বলছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বসহকারে পর্যালোচনা করে এ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করা হয়। এ নিয়ে ব্যবসায়ী মহল ব্যাপক আপত্তি জানায়। এর পরিপ্রেক্ষিতে এলপিজিতে ভ্যাট সাড়ে ৭ শতাংশ প্রত্যাহার করা হয়। এবার রেস্তোরাঁতেও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট হার পরিবর্তন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আরও পড়ুন—

অধ্যাদেশ জারি করে অর্ধশত পণ্যে শুল্ক ও কর বাড়াল সরকার

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৫ টাকা

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প