বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্ধারিত সময়ে সর্বশেষ তিন বছরের ব্যবসার তথ্য জমা দেয়নি অধিকাংশ কোম্পানি। আজ বৃহস্পতিবার ছিল এ তথ্য জমা দেওয়ার শেষ দিন। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ৫ জানুয়ারি সব বিমা কোম্পানিকে সর্বশেষ তিন বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত ব্যবসার তথ্য চেয়ে চিঠি দেয় আইডিআরএ। চিঠিতে বলা হয়, বিমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন, কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং বিআইএসডি প্রকল্পের চাহিদা অনুযায়ী নির্ধারিত ছকে এ তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে এবং ইউএমপি সিস্টেমে পাঠাতে হবে।
এ ক্ষেত্রে লাইফ বিমা কোম্পানিগুলোর ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত তথ্য, ২০২৪ সালের সম্পূর্ণ তথ্য (অনিরীক্ষিত), ২০২৩ ও ২০২২ সালের নিরীক্ষিত তথ্য দিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।