হোম > অর্থনীতি

বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক। ছবি: সংগৃহীত

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন—বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।

বৈঠকে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

আলোচনাকালে বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।

তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফা এর মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প