ঢাকা: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, শেখ ইউসুফ হারুনের অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ–সংক্রান্ত সুবিধা বাতিলের শর্তে আগামী ৬ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকাকালে গত ১৫ মে অবসরোত্তর ছুটিতে যান ইউসুফ হারুন।