হোম > অর্থনীতি

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

প্রতীকী ছবি

ভারতে চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরসহ পরবর্তী দুই অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিরভাবে ৬ দশমিক ৭ শতাংশ বার্ষিক হারে বজায় থাকবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারে, যেখানে ভারতের দৃঢ় প্রবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, ভারতে ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া দুই অর্থবছরে প্রবৃদ্ধি বার্ষিক ৬ দশমিক ৭ শতাংশ হারে স্থির থাকবে। সেবা খাতের ধারাবাহিক সম্প্রসারণ এবং সরকারি উদ্যোগে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের ফলে উৎপাদন কার্যক্রম শক্তিশালী হবে। সরকারি বিনিয়োগের কমতি সত্ত্বেও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক বিনিয়োগের প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে।

তবে ২০২৪-২৫ অর্থবছরে (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ) ভারতের প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বিনিয়োগে মন্থরতা এবং উৎপাদন কার্যক্রমে দুর্বলতার প্রভাব থাকবে। বিশ্বব্যাংকের ভাষায়, ‘তবে ব্যক্তিগত ভোগব্যয় দৃঢ় রয়েছে, যা মূলত গ্রামীণ আয়ের উন্নতি এবং কৃষি উৎপাদন পুনরুদ্ধারের মাধ্যমে সম্ভব হয়েছে।’

ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ২০২৪ সালে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাকিস্তান ও শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার বড় ভূমিকা রাখবে, যা আগের আর্থিক সংকট মোকাবিলার জন্য গৃহীত উন্নত অর্থনৈতিক নীতির ফল।

বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৪ সালের মাঝামাঝি রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কার্যক্রমকে ব্যাহত করেছে এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। জ্বালানিসংকট এবং আমদানি সীমাবদ্ধতার কারণে সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে, যা শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং মূল্যস্ফীতি বাড়িয়েছে।’

২০২৪-২৫ অর্থবছরে (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন) বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে ২০২৫-২৬ অর্থবছরে তা ৫ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংক আরও বলেছে, ‘রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ ও শিল্প কার্যক্রম স্বল্প মেয়াদে স্থবির থাকবে বলে আশঙ্কা রয়েছে।’

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প