হোম > অর্থনীতি

আসাদুজ্জামান খান ও শামীম ওসমানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান এবং নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং তাঁদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ বুধবার এ নির্দেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান; সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করেছে বিএফআইইউ।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব তলবের অনুরোধ জানানো হয়।

এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ভাই বিকেএমইএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ–সংক্রান্ত নির্দেশনা–সংবলিত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব জব্দ এবং হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আরেক চিঠিতে বিএফআইইউ সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানায়। সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান এবং তাঁদের সন্তান অনন্যা শারমিন, ফারহানা শারমিন ও রুমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাঁদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন