হোম > অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ল

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছেই। গতকাল মঙ্গলবার ধাতুটির বৈশ্বিক মূল্য আরেক দফা বেড়েছে। গত ২ সপ্তাহের বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে ২০২৪ সালের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার হ্রাসের আশঙ্কা জোরালো হয়েছে। সংগত কারণে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দর হারিয়েছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড নিম্নমুখী হয়েছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। 

গতকাল মঙ্গলবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৬৩ ডলার ৭৮ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা প্রায় সবচেয়ে বেশি। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সেনার সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২০৭৪ ডলার ৯০ সেন্টে। 

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের কৌশলবিদ ইয়েপ জুন রং বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা জেগেছে। তাতে সোনার দর বাড়ছে। শিগগিরই গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য ২০৮০ ডলারে পৌঁছাতে পারে। 

মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে চায় ফেড। ইতিমধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসেছে।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল