হোম > অর্থনীতি

বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন অবরুদ্ধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতন–ভাতার দাবিতে রাজধানীর উত্তরার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভবন অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকেরা। এতে বিজিএমইএর কার্যালয়ের অনেক কর্মকর্তা আজ সোমবার ভবনটিতে প্রবেশ করতে পারেননি। ফলে বিজিএমইএর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিজিএমইএর সাবেক নেতা, কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বকেয়া বেতন–ভাতা ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল রোববার ঢাকায় বিজিএমইএর ভবনের সামনে অবস্থান নেন রোর ফ্যাশনের প্রায় ২০০ শ্রমিক। রাতে তাঁরা সেখানেই অবস্থান করেন। পরে পুলিশের সহায়তায় বিজিএমইএর কর্মকর্তারা বের হন। আজ সকাল থেকে বিজিএমইএর ফটকগুলো অবরোধ করে কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন শ্রমিকেরা। ফলে সারা দিন বিজিএমইএর কার্যক্রম অনেকটা স্থবির ছিল। যদিও শ্রমিকদের বকেয়া পাওনা দেওয়ার বিষয়ে এখনো কোনো অগ্রগতি নেই।

বিজিএমইএর দায়িত্বশীল একটি সূত্র জানায়, আজ সকাল থেকে শ্রমিকেরা বিজিএমইএর ভবনে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তাই অনেকে অফিসে আসেননি। যাঁরা অফিসে গেছেন, তাঁদের অনেকে ঢুকতে পারেননি।

বিজিএমইএ সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ময়মনসিংহের ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন–ভাতা অনিয়মিত হয়ে পড়ে।

বকেয়া আদায়ে শ্রমিকেরা একাধিকবার মহাসড়ক অবরোধ করেন। এদিকে কাজ না থাকায় গত ২৪ জানুয়ারি কারখানা লে–অফ করে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, গত নভেম্বর–ডিসেম্বরে তাঁদের বেতন–ভাতা ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে। তা ছাড়া জানুয়ারির বেতন ও তারপর লে–অফের ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা।

ভালুকার কাঁঠালি এলাকায় ২০১৭ সালে কারখানাটি যাত্রা শুরু করে। এই কারখানায় কাজ করেন ১ হাজার ৩৭৬ জন শ্রমিক। এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

সরকারি অর্ডারে ফিরছে মিরাকল

সবুজ উন্নয়নে ব্যাংকগুলোর ঝোঁক

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা ছাড়াল

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন মার্কিন শুল্ক থেকে অব্যাহতি

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে: ফাহমিদা খাতুন