হোম > অর্থনীতি

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ‘ডিরেক্টর, বিসনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ, সারওয়াত রেজা। গণ্যমান্য অনেক অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। এ ছাড়া স্কুলটির পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, মো. আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এগুলোর মধ্যে দৌড়, মেমোরি টেস্ট, অঙ্ক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫, যেখানে ছোট সোনামণিরা নাচ, গান, কবিতা আবৃত্তি, জাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়।

প্রধান অতিথি সারওয়াত রেজা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মো. আলমগীর কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খান্দকার ফারহাদ হোসেন (অব.) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আগত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিকভাবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও স্মরণীয় দিন হয়ে থাকবে।

নীতির জট খুললেই দুয়ার খুলবে বিনিয়োগের

১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা

ব্যাংক খাতে সুশাসন চায় আইএমএফ

৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় চাঙা যুক্তরাষ্ট্রের বাজার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ফিরে এল ৪ ট্রাক রপ্তানি পণ্য

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ভারতের তৈরি পোশাক ব্যবসায়ীদের চাপে