অনলাইন ডেস্ক
‘পরিবেশের সঙ্গে, পরিবেশের পাশে’ স্লোগানকে প্রতিপাদ্য করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জাতীয় বৃক্ষমেলা ২০২৪-এ হাজির হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেনোরা বায়ো ও জিরোক্যাল স্টিভিয়া নিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
যাত্রা শুরুর পর থেকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের কাছে প্রাকৃতিক ও নিরাপদ পণ্য পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাজারে এনেছে সেনোরা বায়ো স্যানিটারি ন্যাপকিন, যা তৈরি করা হয়েছে পটেটো স্টার্চ থেকে, যা মাত্র ছয় মাসেই পরিবেশের সঙ্গে মিশে যাবে। এ ছাড়া শতভাগ প্রাকৃতিক উপাদান ও স্টিভিয়া পাতার নির্যাস থেকে তৈরি জিরোক্যাল স্টিভিয়া ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকৃতিকে সুন্দর ও মানুষের জীবনমানক উন্নত করতেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে নতুন নতুন পণ্য বাজারে আনছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আর এ জন্যই সর্বসাধারণের কাছে পণ্যগুলো হয়ে উঠেছে আস্থার প্রতীক।
গত ৫ জুন শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্টলটি। স্টলে পণ্য কিনলেই উপহারস্বরূপ ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ঔষধি ও স্টিভিয়া গাছের চারা। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও প্রকৃতি ও মানুষের জন্য কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।