নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদে পরিচালক পদ থেকে আওয়ামী মহিলা লীগের নেত্রী রোজিনা নাছরিন রোজীকে অপসারণ করেছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রোজিনা নাছরিন রোজীকে পদ থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
পিরোজপুরের নাজিরপুরে জন্মগ্রহণ করা রোজী পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে ঢাবির কুয়েত–মৈত্রী হলের সভাপতি, ১৯৯৯ সালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
২০১৭ সাল মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদের দায়িত্ব পান রোজী। গত বছর তাঁকে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।