Ajker Patrika
হোম > অর্থনীতি

দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থায়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে তাদের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে।’ 

এ সময় এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই এর সুফল পাবে সাধারণ মানুষ।’ 

এলডিসি উত্তরণের বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণ একটি বড় বিষয়। এখানে অনেক শর্ত আছে। এটা শুধু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। নানা ধরনের স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে বসার বিষয় রয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থা এবং উত্তরণের অগ্রগতি পর্যালোচনার বিষয় রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। 

সরকারি-বেসরকারি বিভিন্ন মানুষের এখন দাবি-দাওয়া উঠছে, এর সুরাহা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ‘আমার কাছে সরকারি-বেসরকারি সবাই সমান। সবাই যাতে সুন্দর জীবনব্যবস্থার মধ্যে আসতে পারে, সাধ্যমতো তার চেষ্টা করা হবে।’

সরকারি অর্ডারে ফিরছে মিরাকল

সবুজ উন্নয়নে ব্যাংকগুলোর ঝোঁক

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা ছাড়াল

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন মার্কিন শুল্ক থেকে অব্যাহতি

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে: ফাহমিদা খাতুন