হোম > অর্থনীতি

দেশীয় ব্র্যান্ড ‘সাইক্লো’র বাজার দখলের চেষ্টায় সুইস ব্র্যান্ড ‘সাইক্লোন’

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলে সাইক্লোর পরিচালক মুস্তাফাইন মুনির। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোশাক খাতের দেশীয় ব্র্যান্ড সাইক্লো বৈশ্বিক সুইস ব্র্যান্ড সাইক্লোনের অনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাইক্লোন আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ড প্রতিষ্ঠানটিকে কোণঠাসা করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন কর্মকর্তারা। তাঁরা জানান, গ্লোবাল জায়ান্ট ব্র্যান্ডটি বাংলাদেশি ব্র্যান্ডের বাজার সীমিত করার চেষ্টা করেছে। যদি মেধাস্বত্ব অধিকার সুরক্ষিত না হয়, তবে অদূর ভবিষ্যতে দেশীয় ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক বাজারের বাইরে ঠেলে দেবে বলেও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইক্লোর পরিচালক মুস্তাফাইন মুনির এসব তথ্য জানান।

সাইক্লোর পরিচালক বলেন, ‘আমরা সাইক্লোনকে আলোচনার আহ্বান জানিয়েছি। কিন্তু তাঁরা তাতে রাজি হননি। বরং তাঁরা বিভিন্ন দেশে আমাদেরকে ব্যবসায়িকভাবে বাধা দিচ্ছেন। আমরা আশা করি, বৈশ্বিক ব্র্যান্ডগুলো স্বল্পোন্নত দেশগুলোর ব্র্যান্ডের মেধাসম্পত্তির অধিকারকে সম্মান করবে।’

সাইক্লো হলো একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত ব্র্যান্ড, যা বিশ্ব ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে এবং বেশ কিছু আন্তর্জাতিক খুচরা বিক্রেতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটি সুতার পুনঃ ব্যবহার করে পোশাক তৈরির কাজ করে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বিশ্বের ২০ টির বেশি দেশে পোশাক রপ্তানি করছে। কোম্পানিটি প্রতিবছর প্রায় ৫০ মিলিয়ন টন গার্মেন্টস বর্জ্য পুনর্ব্যবহার করে।

তবে ২০২১ সালে সুইস জুতার বিশাল প্রতিষ্ঠান অন এজি তাদের নিজস্ব পুনঃ ব্যবহৃত পোশাকের প্রকল্প সাইক্লোন তৈরি করে। তখন থেকে তারা বাংলাদেশি ব্র্যান্ড সাইক্লোকে বাজারে কাজ করতে বাধা দেওয়া শুরু করে। তাদের যুক্তি ছিল, সাইক্লো নামটি তাদের সাইক্লোন ব্র্যান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প