Ajker Patrika
হোম > অর্থনীতি

নগদের সাবেক এমডিসহ মামলা ২৪ জনের নামে

অনলাইন ডেস্ক

নগদের সাবেক এমডিসহ মামলা ২৪ জনের নামে
সাড়ে ৯ কোটি পেরোল নগদের গ্রাহকসংখ্যা। ছবি: সংগৃহীত

নিয়ম লঙ্ঘন করে ভুয়া মানি সৃষ্টির অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ৬৪৫ কোটি টাকার অবৈধ ই-মানি সৃষ্টি করে লেনদেনের দায়ে এ মামলা হয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে ইলেকট্রিক মানি সৃষ্টির অভিযোগে গত রোববার মতিঝিল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করেন পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক সরকার মুহাম্মদ আমির খসরু।

মামলার আসামিদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। এতে ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালককেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১-২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রমের ওপর বিশদ পরিদর্শন করে।

পরিদর্শনে নগদ লিমিটেডের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টসমূহে ইস্যুকৃত ই-মানির বিপরীতে রিয়েল মানির ১০১ কোটি টাকার অধিক ঘাটতি পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে গত বছরের ২১ আগস্ট ডাক বিভাগের সম্মতিতে ডাক বিভাগের এমএফএস ‘নগদ’-এ প্রশাসক দল নিয়োগ করে।

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা

সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি

সয়াবিনের সরবরাহ বাড়লেও সমস্যা কিছু পণ্যের দামে

এই ঈদে ২০ হাজার টাকার মধ্যে কিনুন টেকনোর অত্যাধুনিক কিছু স্মার্টফোন

রমজান ও অন্যান্য উৎসব উদ্‌যাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার

আপেল, আঙুর, নাশপাতি, কমলা আমদানিতে অগ্রিম কর কমল

যাত্রীদের জন্য উড়োজাহাজে জরুরি মেডিকেল সেবা স্টেশন স্থাপন করছে এমিরেটস

গ্রামীণ সড়ক উন্নয়নে সুকুক বন্ডে তোলা হবে ৩ হাজার কোটি টাকা

৫০০ ও ১০০০ টাকার নোট আসল না জাল চিনবেন যেভাবে