হোম > অর্থনীতি

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভারতীয় প্রতিষ্ঠান এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৫৯ পয়সা, যা প্রতি টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাঁচটি আবেদন জমা পড়লে সেগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড নির্বাচিত হয়।

এলএনজি আমদানি প্রস্তাবও অনুমোদিত

বৈঠকে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে দুটি কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি প্রতি এমএমবিটিইউর জন্য ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার মূল্য ধার্য করেছে। এতে ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা।

সারের আমদানি প্রস্তাব অনুমোদন

এ ছাড়া, বৈঠকে ২ লাখ ৩০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও সৌদি আরব থেকে বিভিন্ন ধরনের সার আমদানি করতে মোট ব্যয় হবে ৯০০ কোটি টাকা।

সরকারের এ পদক্ষেপ দেশের খাদ্য মজুত এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প