হোম > অর্থনীতি

চীন থেকে বিনিয়োগ সরিয়ে ভারতে নিচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোম্পানিগুলো চীন থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। এই বিনিয়োগ করা হচ্ছে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে সবার আগে আছে ভারত। এই তালিকায় মেক্সিকো, ভিয়েতনাম ও মালয়েশিয়াও আছে বলে রোডিয়াম গ্রুপের প্রতিবেদনকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন থেকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছে এসব কোম্পানি। বৈশ্বিক প্রবৃদ্ধিতে চীনের ভাগ দিনদিন বেড়ে চললেও দেশটিতে ব্যবসার পরিবেশ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।

ভারতে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। এই বিনিয়োগের মূল্য প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার। আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর চীনে বিদেশি বিনিয়োগ ২ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। ২০১৮ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল ১২ হাজার কোটি ডলার।

বিনিয়োগে বৈচিত্র্য বাড়ানোর কাজ ভালোভাবেই চলছে; গবেষণা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপ এমনটি জানালেও পরবর্তীতে স্বীকার করেছে যে, চীনের ‘ঝুঁকিমুক্ত’ বাণিজ্যনীতির লক্ষ্যগুলো অর্জন করতে উন্নত অর্থনীতির দেশগুলোর কয়েক বছর লেগে যাবে। কারণ, বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্রস্থল হচ্ছে চীন।

উৎপাদন খরচ কম এবং একটি বিশাল মধ্যবিত্ত শ্রেণির সম্ভাবনা থাকায় আশির দশকের শেষভাগে প্রথম বিদেশি সংস্থাগুলোকে আকৃষ্ট করে চীন। দেশটি তখন মাওবাদী অর্থনৈতিক মডেল ত্যাগ করেছিল। কিন্তু এখন ভোক্তাদের টাকা খরচের ক্ষমতা যেমন কমেছে, তেমনি চীনে বেড়েছে উৎপাদন খরচ। চীনের বাজার তাই উজ্জ্বলতা হারাচ্ছে।

করোনা মহামারি এবং সম্পত্তির সংকটে চীনের রাষ্ট্রীয় কোষাগারে টান পড়েছে বলে মন্তব্য করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। সেখানে বলা হয়, চীনের স্থানীয় কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করতে পারছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কোম্পানিগুলো ভারতসহ অন্যান্য দেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল পণ্য, যেমন সেমিকন্ডাক্টরের বাজার কোথায় কোথায় করা যেতে পারে, সেসবও খুঁজে দেখছে। এসব পণ্যের ব্যাপারে চীনের সাপ্লাই চেইনের ওপর নির্ভরতা কমানোও বিনিয়োগের এই পাল্টে যাওয়া চিত্রের একটি কারণ।

এ পাল্টে যাওয়া পরিস্থিতির কারণে বাণিজ্যে চীনের প্রভাব দ্রুত কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বিদেশি সংস্থাগুলো যেসব দেশে বিনিয়োগ করছে তারাও বাণিজ্য এবং বিনিয়োগের জন্য চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ কারণেই, বিনিয়োগ কমে গেলেও বৈশ্বিক রপ্তানি, উৎপাদন ও সাপ্লাই চেইনে চীনের ভাগ ক্রমাগত বৃদ্ধি পেতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন