যুক্তরাষ্ট্রে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুললেই মিলছে ২০ হাজার ডলার! আমানতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় গ্রাহকদের আকৃষ্ট করতে এমন নানা অফার দিচ্ছে ব্যাংকগুলো। তবে যত মোটা অঙ্কের বোনাস দেওয়া হবে, ততই কঠিন শর্ত মানতে হবে।
ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, টানা ছয় প্রান্তিকজুড়ে কমেছে ব্যাংকে আমানতের পরিমাণ।
নিউইয়র্ক ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ব্যাংক রেটের প্রতিবেদক ম্যাথিউ গোল্ডবার্গ বলছেন, নতুন আমানতকারীদের আকৃষ্ট করতে আর্থিক প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপ নিচ্ছে।
গোল্ডবার্গ বলেন, অন্য যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের মতোই সব সময় নতুন গ্রাহকের খোঁজে থাকে ব্যাংক। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ওপর মোটা অঙ্কের বোনাস দিলে গ্রাহকেরা উৎসাহিত হতে পারেন। কেউই ঘুম থেকে উঠে চিন্তা করে না, “আজ আমি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব”। তাই তাঁদের উদ্বুদ্ধ করতে কোনো আয়োজন করতে হয়।’
অবশ্য নতুন অ্যাকাউন্টে আকর্ষণীয় বোনাস পেতে গ্রাহককে মোটা অঙ্কের অর্থ ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। সর্বোচ্চ বোনাসের জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত জমা করারও প্রয়োজন হতে পারে।
যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে ঘোষিত ১০টি সেরা অফার তালিকাভুক্ত করেছে অর্থনীতি ও বাজার বিষয়ক সংবাদমাধ্যম মার্কেটওয়াচ।
এমওয়ান
যদি কারও বিনিয়োগ করার মতো বিপুল পরিমাণের সম্পদ থেকে থাকে তাহলে তাঁর জন্য আমানতের সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান হতে পারে এমওয়ান ব্যাংক। ৩১ মার্চের মধ্যে ৭০ লাখ ডলারেরও বেশি আমানত রাখলে ব্যাংকটি তাৎক্ষণিক ২০ হাজার ডলার বোনাস দেবে।
টেস্টি ট্রেড
টেস্টি ট্রেড ব্যাংকে মার্চ ৩১ তারিখের মধ্যে সর্বনিম্ন ৫ হাজার ডলার বিনিয়োগ করলে বোনাস হিসেবে নগদ অর্থ মিলবে। ব্যাংকটিতে ১০ লাখের বেশি অর্থ বিনিয়োগের মাধ্যমে পাওয়া যাবে সর্বোচ্চ ৫ হাজার ডলার বোনাস।
সিটি পারসোনাল ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট
৩১ মার্চের আগে অন্তত ৫০ হাজার ডলার দিয়ে সিটি পারসোনাল ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট খুললে ৫০০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যাবে। ব্যাংকে নতুন করে ২০ লাখ ডলার আমানত রাখলে পাওয়া যাবে ৫ হাজার ডলার পর্যন্ত বোনাস।
চেজ প্রাইভেট ক্লায়েন্ট চেকিং অ্যাকাউন্ট
গত ২৪ জানুয়ারির মধ্যে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন ও ৪৫ দিনের মধ্যে ৫ লাখ ডলার জমা করেছেন তাঁরা পরবর্তী ৪০ দিনের মধ্যে ৩ হাজার ডলার বোনাস পাবেন। তবে এর মধ্যে বাণিজ্যিক ও সঞ্চয়ী হিসাব অন্তর্ভুক্ত নয়।
ওয়েলস ফারগো প্রিমিয়ার চেকিং
আগামী ১ এপ্রিলের মধ্যে ওয়েলস ফারগো প্রিমিয়ার চেকিং অ্যাকাউন্ট খুলে ৪৫ দিনের মধ্যে ২ লাখ ৫০ হাজার ডলার জমা করলে এবং অন্তত ৯০ দিন সে অর্থ ব্যাংকে রাখলে ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যাবে। এই অফার পেতে হলে সরাসরি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে বোনাস অফার কোড ব্যবহার করতে হবে।
ফ্ল্যাশিং ব্যাংক কমপ্লিট চেকিং
তিন মাস ধরে ব্যাংকে অন্তত ১০ হাজার ডলার জমা রাখলে ফ্ল্যাশিং ব্যাংকে বোনাস পাওয়া যাবে। ব্যাংক ব্যালেন্স ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি হলেই কেবল ২ হাজার ৫০০ ডলারের বেশি বোনাস পাওয়া সম্ভব। তবে এ সুযোগটি শুধু নতুন গ্রাহক এবং একটি অ্যাকাউন্টের জন্যই সীমাবদ্ধ।
সিটি ব্যাংক
আগামী ৮ জুলাইয়ের মধ্যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ২০ দিনের মধ্যে ৩ লাখ ডলার জমা করলে ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত নগদ বোনাস পাওয়া যাবে। ২১ তম দিন থেকে ৬০ দিন পর্যন্ত ওই অর্থ জমা রাখলে এই বোনাস পাওয়া যাবে।
পিএনসি
আগামী ৩১ মার্চের মধ্যে নতুন বাণিজ্যিক হিসাব খুললে এবং প্রথম তিনটি হিসাব বিবরণীর সময় গড়ে ৫ হাজার ডলার জমা থাকলে, সেই সঙ্গে ডেবিট কার্ডে কমপক্ষে ২০টি উপযুক্ত লেনদেন করলে ২০০ ডলার বোনাস পাওয়া যাবে। বাণিজ্যিক হিসাবধারীরা ১ লাখ ডলার আমানত রাখলে ১ হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন। শর্ত হলো, এই বোনাস পেতে হলে অবশ্যই পরপর তিনটি হিসাব বিবরণী পর্যন্ত এই পরিমাণ অর্থ জমা থাকতে হবে।
হান্টিংটন বিজনেস চেকিং অ্যাকাউন্ট
নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে অন্তত ২০ হাজার ডলার আমানত রাখলে ১ হাজার ডলার পর্যন্ত বোনাস পাওয়া যাবে। তবে এর জন্য এই অর্থ ৬০ দিন পর্যন্ত ব্যাংকে রাখতে হবে এবং অ্যাকাউন্ট কমপক্ষে ৯০ দিন পর্যন্ত সক্রিয় রাখতে হবে।
জে. পি মরগান সেলফ–ডিরেক্টেড ইনভেস্টিং
পুঁজিবাজারে লেনদেনের জন্য বিও অ্যাকাউন্টধারী হলে জেপি মরগানে অবসরকালীন বা সাধারণ বিনিয়োগের জন্য সেলফ ডিরেক্টেড ইনভেস্টিং অ্যাকাউন্ট খুললে মোটা অঙ্কের বোনাস পাওয়া যাবে। গত ২২ জানুয়ারি থেকে এ অফার শুরু হয়েছে। ৫ হাজার থেকে ২৪ হাজার ৯৯৯ ডলার লেনদেন এবং এই পরিমাণ অর্থ বিনিয়োগের বিপরীতে ৫০ ডলার করে বোনাস মিলবে।
বিনিয়োগযোগ্য উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ থাকলে আড়াই লাখ ডলারের বেশি লেনদেনের জন্য মিলবে ৭০০ ডলার বোনাস। তবে শর্ত হলো, অ্যাকাউন্ট খোলার ৪৫ দিনের মধ্যে এই পরিমাণ অর্থ অ্যাকাউন্টে জমা হতে হবে এবং ৯০ দিন পর্যন্ত জমা থাকতে হবে।