নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ও শেষ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস প্রতিবেদনে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা কমে হয় ৪ দশমিক ৭৮ শতাংশ। তৃতীয় প্রান্তিকে আবার বেড়ে হয় ৫ দশমিক ৪২ শতাংশ। সেখান থেকে জিডিপি প্রবৃদ্ধি প্রায় দেড় শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ।
অপরদিকে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক ০৫ এবং তৃতীয় প্রান্তিকে ছিল ৩ দশমিক ০২ শতাংশ।
বিবিএস জানায়, গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) শিল্প, সেবা ও কৃষি—সব খাতেই প্রবৃদ্ধি কমেছে। এই প্রান্তিকে সবচেয়ে বেশি, ৫ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। আর সেবা খাতে ৩ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। শিল্প খাতে হয়েছিল ১০ দশমিক ১৬ শতাংশ। ৪ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল সেবা খাতে।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) স্থির মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৩৬১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই প্রান্তিকে স্থির মূল্যে জিডিপির আকার ছিল ১২ লাখ ১৬ হাজার ৭৩ কোটি টাকা।
এদিকে ১৫ অক্টোবর ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রতিবেদনে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়। বিদায়ী আওয়ামী লীগ সরকারের প্রাক্কলন ছিল ৫ দশমিক ৮২ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রবৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। বিশ্বব্যাংকের হিসাবে, মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক গত এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
চলতি অর্থবছরের বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আওয়ামী লীগ সরকার। সেই হিসাবে বিশ্বব্যাংকের পূর্বাভাস সরকারি লক্ষ্যের চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ কম হবে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী কমে গেলে তা হবে কোভিড মহামারির পর সবচেয়ে কম। ২০১৯-২০ অর্থবছরে দেশে ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।