Ajker Patrika
হোম > অর্থনীতি

দেশের ৬০ শতাংশ সিইওর ধারণা প্রবৃদ্ধি কমবে, ব্যবসায় প্রভাব থাকবে ভারতের: পিডব্লিউসির জরিপ

আজকের পত্রিকা ডেস্ক

দেশের ৬০ শতাংশ সিইওর ধারণা প্রবৃদ্ধি কমবে, ব্যবসায় প্রভাব থাকবে ভারতের: পিডব্লিউসির জরিপ

চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে মনে করছেন দেশের ৬০ শতাংশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। অবশ্য ৩৬ শতাংশ সিইও মনে করেন, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। আর প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে যথাক্রমে, ভারত, যুক্তরাষ্ট্র ও চীন।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) সিইও জরিপে অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওরা এমন মতামত দিয়েছেন। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পিডব্লিউসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ জরিপের তথ্য জানানো হয়। 

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৫৭ শতাংশ সিইওর ধারণা, বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা চললে আগামী ১০ বছর পর্যন্ত তাঁরা ব্যবসায় টিকে থাকতে পারবেন। আর ৪০ শতাংশ সিইও মনে করেন, এভাবে চললে ১০ বছরের বেশি সময় তাঁদের ব্যবসা টিকবে। 

পিডব্লিউসি জানায়, বৈশ্বিক জরিপের অংশ হিসেবে বাংলাদেশেও তারা জরিপ করেছে। গত বছরের ২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিশ্বের ১০৫টি দেশ ও অঞ্চলের ৪ হাজার ৭০২ জন সিইওর ওপর এই জরিপ করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ জন সিইও মতামত দেন। সিইওদের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি করা হয়। 

জরিপে অংশ নেওয়া বাংলাদেশি সিইওদের কাছে পিডব্লিউসি জানতে চেয়েছিল, আগামী এক বছর তাঁদের কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধির ক্ষেত্রে কোন তিনটি দেশ বা অঞ্চল বড় ভূমিকা রাখবে? জবাবে সর্বোচ্চ ৪৩ শতাংশ সিইও বলেছেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকবে ভারতের। ৪০ শতাংশের মতে, দ্বিতীয় শীর্ষ ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। আর ২৯ শতাংশ সিইও মনে করেন, তৃতীয় শীর্ষ ভূমিকা থাকবে চীনের। 

জরিপের বিষয়ে পিডব্লিউসি বাংলাদেশের পরিচালক অরিজিৎ চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সিইওদের অনেকে মনে করেন যে, ব্যবসায়ের রূপান্তর না হলে আগামী ১০ বছরের মধ্যে তারা প্রাসঙ্গিকতা হারাবেন।’ 

আর পিডব্লিউসি বাংলাদেশের মার্কেটস লিডার মামুন রশীদ বলেন, ‘বাংলাদেশের সিইওরা সাফল্যের সঙ্গে তাঁদের ব্যবসার স্বল্পকালীন চ্যালেঞ্জ মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সুযোগের সদ্ব্যবহার করে চলেছেন। সেই সঙ্গে ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি গ্রহণের মাধ্যমে তাঁদের ব্যবসায়ের রূপান্তরে নেতৃত্বে দিচ্ছেন।’

ট্রাম্পের শুল্কনীতি: ভুগবে মার্কিনরা, লাভবান হতে পারে যেসব দেশ

সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ছাড়লেন চেয়ারম্যান-কমিশনাররা

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ