হোম > অর্থনীতি

আরও ৫০ হাজার টন গম কিনতে দরপত্র দিল বাংলাদেশ

ইউরোপ থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন কিনতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় দরপত্রও দিয়েছে। ইউরোপীয় বিক্রেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

দ্বিতীয় দফায় দরপত্র জমা দেওয়া শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, আগামী ১৩ আগস্ট। 

এর আগে, বাংলাদেশ জুলাই মাসের মাঝামাঝি ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করে। সেই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ১ আগস্ট।

দরপত্রে দরদাতাদের ‘সিআইএফ লাইনার আউট’ অর্থাৎ দ্রব্যের মূল্য, ইনস্যুরেন্স এবং পরিবহন তথা শিপিং ব্যয় অন্তর্ভুক্ত করে দরপত্র জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। দরপত্রে আরও বলা হয়েছে, দরপত্র গৃহীত হওয়ার পর অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পর ৪০ দিনের মধ্যে শিপমেন্ট শুরু করতে হবে বলে শর্ত আরোপ করা হয় দরপত্রে। 

দরপত্রে আরও একটি শর্ত আরোপ করা হয়েছে, ইসরায়েল বাদে বিশ্বের যেকোনো দেশ থেকে গম সংগ্রহ করা যাবে।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল