হোম > অর্থনীতি

শীত মৌসুমে যাত্রীদের বিশেষ অফার দিল এমিরেটস

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাই এবং ইউএইতে বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে ভ্রমণকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই পাস মূলত যাত্রীর এমিরেটস বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস।

এতে বলা হয়েছ, মাই এমিরেটস পাসের মাধ্যমে যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যামিলি ডে আউট, স্পা, বিলাসবহুল শপিং আউটলেট, প্রাইভেট পুলসহ বিভিন্ন স্থানে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ ‘এট দ্য টপ বুর্জ খলিফা’, ‘আইএমজি ওয়ার্ল্ডস অব অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্ক’-এর ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে।

রিটেইল, অবকাশ, ডাইনিং, সুপরিচিত অ্যাট্রাকশন, বিলাসবহুল স্পার জন্য ছয় শতাঅধিক বিশেষ অফার এবং ডিসকাউন্ট ছাড়াও চলতি শীত মৌসুমে যাত্রীরা এক্সপো সিটিতে অবস্থিত ‘ভিশন প্যাভিলিয়ন অ্যান্ড এক্সপো মিউজিয়াম’ বিনা মূল্যে ভিজিট করতে পারবেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমেই ৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দুবাইজুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহত্তম ‘দুবাই শপিং ফেস্টিভ্যাল’-এর ৩০তম আসর। ফেস্টিভ্যাল চলাকালেও এমিরেটস যাত্রীরা অসংখ্য অভাবনীয় সব অফার উপভোগ করতে পারবেন।

গ্রাহকেরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এ ক্ষেত্রে তারা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন—ফ্লেক্সিবল বুকিং অপশন সুবিধা। এ ছাড়াও এমিরেটস হলিডেজের সার্ভিস টিম দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করবে।

দুবাই অবস্থানকালে এমিরেটসের লয়ালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিভিন্ন পার্টনারের সেবা গ্রহণ করলে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করার সুবিধা পাবেন। এসব পার্টনারের মধ্যে রয়েছে দুবাই মল, এরাবিয়ান অ্যাডভেঞ্চার, এমিরেটস হলিডেজ ইত্যাদি।

এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

১৫ বছরে শেয়ারবাজার সংকুচিত হয়েছে, অনেক পিছিয়েছে: ডিএসই চেয়ারম্যান

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

সেকশন