নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন ই-অরেঞ্জের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক গ্রাহক।
গ্রাহকদের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এ রিট করেন। টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে তা অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আগামীকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনের বিষয়ে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
রিটে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যসচিবসহ সরকারকে বিবাদী করা হয়েছে।
গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করেছিল ই-অরেঞ্জ। মোটরসাইকেল, সেলফোনসহ বিভিন্ন জিনিসপত্র বিশেষ মূল্যছাড়ে কেনার জন্য গ্রাহকেরা প্রতিষ্ঠানটির হিসাবে অগ্রিম অর্থ জমা দেয়। কিন্তু এখন পণ্য এবং অর্থ কোনটিই না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে।
এর আগে ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগী আলাদা একটি রিট করেন। ওই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির।