নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শুক্রবার সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিমান ও নগদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শুধু তাই নয়, বিমানের সব ফ্লাইটে পর্যটন দিবসের ঘোষণা প্রচার করা হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোনো দিনের টিকিট শুধু আজ (২৭ সেপ্টেম্বর) কিনলে এই ছাড় পাচ্ছেন।