দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। এতে দেশের ইতিহাসে এই প্রথম এক ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছাড়িয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। সোমবার পর্যন্ত যা ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা ছিল। এর আগে ২, ৬ ও ১১ ফেব্রুয়ারি এবং গত ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।