Ajker Patrika
হোম > অর্থনীতি

এক মাস পর আইডিআরএর চার সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাস পর আইডিআরএর চার সদস্য নিয়োগ
ছবি: সংগৃহীত

প্রায় এক মাস পর দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্যপদে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত সোমবার এ-সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদ (লাইফ), মেঘনা ইনস্যুরেন্সের সাবেক সিইও মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক (প্রশাসন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল সদস্য (আইন)।

এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পরিবর্তনের পর গত ৭ নভেম্বর আইডিআরএর চার সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর তাঁদের স্থলে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা সবাই আজ (গতকাল) যোগদান করেছেন।’

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা-৫-এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি, যা আগে ঘটে, সে সময়ের জন্য তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

সেইলরের ঈদ আয়োজন

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

শুরু হলো ৩ দিনব্যাপী বাপা ফুডপ্রো

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ২০ হাজার চাকরি দেবে অ্যাপল

কোথায় থেমে সংস্কার, ব্যাখ্যা দাবি

‘ভুল নীতিতে’ বস্ত্র খাত এখন চরম সংকটে

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

২৩ দিনেই ২ বিলিয়ন ডলারের মাইলফলক রেমিট্যান্সে

স্বাভাবিক কার্যক্রম চালাতে সরকারের সহায়তা চায় অর্থনীতি সমিতি