Ajker Patrika
হোম > অর্থনীতি

অনিতা চৌধুরীর স্কয়ারের শেয়ার পেলেন উত্তরাধিকারীরা

অনলাইন ডেস্ক

অনিতা চৌধুরীর স্কয়ারের শেয়ার পেলেন উত্তরাধিকারীরা
অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী মৃত অনিতা চৌধুরীর নামে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর করা হয়েছে।

আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর ছেলেমেয়েদের কাছে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৮১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে তাঁর ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি শেয়ার পেয়েছেন।

অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের আরেক কোম্পানি স্কয়ার টেক্সটাইলের ৫৮ লাখ ৪৩ হাজার ৮৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান তপন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি শেয়ার পেয়েছেন।

আলু সংরক্ষণে ভাড়া বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর

বন্ধ হলো ইন্ট্রাকোর সিএনজি স্টেশন, বিনিয়োগ যাচ্ছে গ্যাস সরবরাহে

বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

যন্ত্রপাতি আমদানিতে চীনের হাইতিয়ানের সঙ্গে আরএফএলের চুক্তি

রেকর্ড ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স এল ফেব্রুয়ারিতে

মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট মেশিন বাধ্যতামূলক, প্রতি মাসে লটারি জেতার সুযোগ ভোক্তার

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

আগামী বছর থেকে নাটকীয়ভাবে বাড়বে বিদেশি বিনিয়োগ: বিডা চেয়ারম্যান

টিআইএনের মতো বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ

ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্তে বাধা রাজনৈতিক প্রভাব