বিশেষ প্রতিনিধি, ঢাকা
টিকিট সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধে কাজ করবে ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। একই সঙ্গে অনলাইন ট্রাভেল এজেন্সির সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সির ব্যবসা কার্যক্রম বন্ধসহ পর্যটনশিল্পের বিকাশে কাজ করবে সংগঠনটি।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আটাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় এ ঘোষণা দেয় আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। আটাবের আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও সহসভাপতি আফসিয়া জান্নাত সালেহ।
সভায় আবদুস সালাম আরেফ বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
এ সময় আফসিয়া জান্নাত সালেহ বলেন, মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ডসহ সব সরকারি দপ্তরের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষণ অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।
প্রসঙ্গত, আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আটাব নির্বাচন। অনুষ্ঠানে জানানো হয় নির্বাচনে আবদুস সালাম আরেফ-আফসিয়া জান্নাত সালেহর গণতান্ত্রিক ফ্রন্টের ব্যালট নম্বর ৩০ থেকে ৫৮।