হোম > অর্থনীতি

আরএন স্পিনিংয়ের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বের নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ৬ বছরের কার্যক্রমের বিভিন্ন বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

তিন সদস্যদের তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মো. সহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আনোয়ারুল আজিম ও মো. আরিফুল ইসলাম।

বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (যা কমিশন বা বিএসইসি নামে পরিচিত) মনে করছে যে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বে আরএন স্পিনিং মিলস লিমিটেড নামে পরিচিত) গত ৬ বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটি অনুসন্ধান পরিচালনা করা প্রয়োজন। অতএব, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অধ্যাদেশ নং XVII of 1969)-এর ধারা ২১ অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া করছে।

তদন্তের বিষয় উল্লেখ করে বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২০-২৪ সালের মধ্যে কোম্পানির বিষয়ে নিরীক্ষকের বিরূপ মতামত বিশ্লেষণ করা; প্রতিষ্ঠানের ধারাবাহিকতা (গোয়িং কনসার্ন) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা নিরূপণ করা; কোম্পানির অভ্যন্তরীণ ব্যক্তিরা সংস্থার একীভূতকরণ (অ্যামালগ্যামেশন) বা এই সময়কালে সম্পাদিত অন্য কোনো গুরুত্বপূর্ণ লেনদেন থেকে অন্যায় সুবিধা নিয়েছে কি না, তা নির্ধারণ করা; গত ৬ বছরে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়াদি পরীক্ষা করা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প