হোম > অর্থনীতি

বাংলাদেশকে ৩৮৬৯ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশকে ৩ হাজার ৮৬৯ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ফ্রান্স সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রায় যা ৩০ দশমিক ৫ কোটি ইউরো। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ফরাসি সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্স ফ্রান্স ডি ডেভেলপমেন্টের (এএফডি) মধ্যে চুক্তি সই হয়েছে। 

রাজস্ব ঘাটতির কারণে সরকার যখন বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে সেই সময়ে ফ্রান্স সরকারের পক্ষ থেকে এ বাজেট সহায়তার প্রতিশ্রুতি এল। 

আজ সোমবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিসিলিয়া কর্টেজ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। 

প্রতিশ্রুত ৩০ দশমিক ৫ কোটি ইউরোর মধ্যে ৫০ লাখ ইউরো অনুদান হিসেবে পাওয়া যাবে। 

ইআরডি জানায়, ‘পলিসি লোন ইন সাপোর্ট অব জিওবি ক্লাইমেট চেঞ্জ অ্যাজেন্ডা’ প্রকল্পের আওতায় এই চুক্তি সই হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য—ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান, দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি এবং ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের সঙ্গে সামঞ্জস্য রাখা। জলবায়ুর নেতিবাচক অভিঘাতের বিরুদ্ধে কার্যকর ও শক্তিশালী ভিত্তি প্রস্তুত করা এবং জলবায়ু-সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণভিত্তিক অগ্রযাত্রাকে সমর্থন করা। 

২০১২ সালে বাংলাদেশে এএফডি কার্যক্রম শুরু করে। এএফডি হলো একটি দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা, যা ফরাসি সরকারের পক্ষে উন্নয়ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এফডি বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেয়। 

বর্তমানে এএফডি ১১টি চলমান প্রকল্পে অর্থায়ন করছে। এর পরিমাণ ১ দশমিক ১৪ বিলিয়ন ইউরো। এ পর্যন্ত এএফডি বাংলাদেশে ২ দশমিক ২ বিলিয়ন ইউরো ঋণ ও কারিগরি সহায়তা দিয়েছে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন