প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রবাসীদের নির্ধারিত স্বজনদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে দেশে রেমিট্যান্সের অর্থ নির্দিষ্ট ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে দুই দিনে জমা হবে। এত দিন প্রবাসীদের পাঠানো অর্থ সময়মতো সুবিধাভোগীদের কাছে কিছু ব্যাংক দিচ্ছিল না বলে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে। এ অবস্থায় রেমিট্যান্স পাঠানোর দুই দিনের মধ্যে প্রবাসীদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান কিংবা নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে পাঠানোর নির্দেশনা অমান্য করলে শাস্তির কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এসংক্রান্ত নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির কাছে বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে রেমিট্যান্সের অর্থ বিতরণ করতে হবে।