হোম > অর্থনীতি

পাট থেকে ডলার আয়ে প্রয়োজন বাড়তি অর্থায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডলার সংকটের সময় পাটজাত পণ্য, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নতুন সম্ভাবনা রয়েছে। পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনে উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে প্লাস্টিক ও সিনথেটিক পণ্য ব্যবহারের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস শক্তিশালী করতে পারে, যা ডলার সংকটে অগ্রণী ভূমিকা রাখবে। তবে পর্যাপ্ত অর্থায়ন ছাড়া এ সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। এ জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) মতো বড় ধরনের অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি কাঁচা পাটসহ এ খাতের পণ্যের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। 

গতকাল এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। 

মো. আবুল হোসেন বলেন, সোনালি ঐতিহ্যের পাটশিল্পকে রক্ষায় ইডিএফের ন্যায় জেএসডিএফ (জুট সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড) গঠন করতে হবে। কাঁচা পাটের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক শতভাগ বাস্তবায়ন ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি পাটকলগুলোর মেশিনারিজের আধুনিকায়নের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের ন্যায় ৩০ শতাংশ ভর্তুকি দিতে হবে। এ ছাড়া এ খাতে স্বল্প সুদে ঋণ ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুদ মওকুফ করতে হবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প