নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি কোম্পানির বাজারজাতকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ধার্যকৃত দাম অনুযায়ী দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমে ১ হাজার ২১৯ টাকা হবে। যেখানে গত জুলাই মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের ছিল ১ হাজার ২৫৪ টাকা।
আজ মঙ্গলবার বিইআরসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এলপিজি সিলিন্ডারের দাম কমার তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন ধার্য করা দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। দাম কমার কারণ ব্যাখ্যা করে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমার কারণে স্থানীয় বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয়েছে। সরকারি সিলিন্ডার গ্যাস এলপিজি গ্যাস লিমিটেডের দাম অপরিবর্তিত আছে। ১২ দশমিক ৫ কেজি ওজনের সিলিন্ডার গ্যাসের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকছে।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারপ্রতি ১ দশমিক ৬১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ দশমিক ৮৫ টাকা।
বিইআরসি প্রথমবারের মতো এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করা শুরু করে ২০২১ সালের ১২ এপ্রিল থেকে।