Ajker Patrika
হোম > অর্থনীতি

ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা হতে পারে আগামী বছর

অনলাইন ডেস্ক

ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা হতে পারে আগামী বছর

ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত ও টেসলার মধ্যে আলোচনা ইতিবাচকভাবে যথেষ্ট এগিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। 

একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কারখানার জন্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে। 

সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটি থেকে এসব গাড়ির যন্ত্রাংশ কেনা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। এ ক্ষেত্রে প্রতিবছর গড়ে ১৫০০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ কিনবে টেসলা। এ ছাড়া টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। 
 
সূত্রটি জানিয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো সময় এই বিষয়ে টেসলার সিদ্ধান্ত বদল হতে পারে। তবে চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে চায়। সে সময় তিনি ভারত সফরের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন। 

এই বিষয়ে ভারতের ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয় ও টেসলা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ

নগদ লেনদেনের শর্ত বাতিল দাবি

এবি ব্যাংকের ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস