হোম > অর্থনীতি

ইসকনের ২০২টি হিসাবে ২৩৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৪: ২৩

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) ২০২টি হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে অবশিষ্ট জমা টাকার পরিমাণ ১২ কোটি ৯৪ লাখ টাকা। বিএফআইইউ থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইসকনের আলোচিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামে ৩ কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল। যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল এবং জমা করা অর্থের উৎস সন্ধানে কাজ শুরু হয়েছে।

গত ৩০ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। ওই দিনই বিএফআইইউ এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল। যাঁদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়, তাঁদের মধ্যে অন্যতম, চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ।

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার

ব্যক্তিস্বার্থে সৌদি আরামকো ও স্যামসাংকে ঢুকতে দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সঞ্চয়পত্র কেনায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ছাড়