হোম > অর্থনীতি

রিহ্যাব থেকে কামাল মাহমুদকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে রিহ্যাবের কার্যালয়ে পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় কামাল মাহমুদের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংগঠনটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. আব্দুর রশিদ বাবু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক। 

এ বিষয়ে জানতে মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি কামাল মাহমুদ।

রিহ্যাব জানিয়েছে, বহিষ্কারের ফলে কামাল মাহমুদ এবং তাঁর কোম্পানি রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট রিহ্যাবের তৃতীয় পর্ষদ সভায় সংগঠনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি বিভিন্ন অভিযোগসহ রিহ্যাবের এক কোটি টাকার অনিয়ম খুঁজে পায়। এ বিষয়ে কামাল মাহমুদের বক্তব্য ও সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য ১৯ সেপ্টেম্বর রিহ্যাব কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়। তবে কামাল মাহমুদ সেদিন হাজির হননি।

রিহ্যাব থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে ১ কোটি টাকা অনিয়মের সত্যতা বিষয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রিহ্যাবকে অবহিত করে। তবে তৎকালীন পরিচালনা পর্ষদ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। রিহ্যাবের বর্তমান পর্ষদ বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি যাচাই করে অনিয়মের প্রমাণ পায়। এ জন্য কামাল মাহমুদকে আত্মপক্ষ সমর্থন বা তাঁর বক্তব্য কী, তা জানানোর জন্য সুযোগ দিয়েছিল তদন্ত কমিটি। কামাল মাহমুদের বিরুদ্ধে রিহ্যাব ট্রেইনিং ইনস্টিটিউটে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন