অনলাইন ডেস্ক
রাজনৈতিক পট পরিবর্তনের পরও চুক্তির বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি। গোষ্ঠীটির অধিভুক্ত প্রতিষ্ঠান আদানি পাওয়ার গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালার সাম্প্রতিক সংশোধনী বিদ্যমান চুক্তিকে প্রভাবিত করবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার এক বিবৃতিতে বলেছে—সরকারের বিদ্যুৎ রপ্তানি নীতিমালা সংশোধনী ভারতীয় গ্রিডের সঙ্গে সংযোগের বিষয়টি কথা বলে। কিন্তু ভারতের বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না।
আদানি পাওয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদার সময়সূচি ও বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারস্পরিক আস্থা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র আছে। যেটির কাছ এখনো চলছে। এই বিদ্যুৎকেন্দ্রের শতভাগ বিদ্যুৎ বাইরে রপ্তানির লক্ষ্য উৎপাদিত হয়। এ ধরনের শতভাগ রপ্তানিকেন্দ্রিক বিদ্যুৎকেন্দ্র ভারতে এই প্রথম।