হোম > অর্থনীতি

এওএবির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

বেসরকারি অ্যাভিয়েশন সংশ্লিষ্টদের একমাত্র সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) ১১তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভার নেতৃত্ব প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ও মেঘনা অ্যাভিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস অ্যাভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব ও সাউথ এশিয়ান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান।

এছাড়াও মেঘনা অ্যাভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো অ্যাভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইনসহ আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, ‘বর্তমানে দেশের অ্যাভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মহাসচিব আরও বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল অ্যাভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।

সভায় উপস্থিত সদস্যগণ বলেন, অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশনসহ বিভিন্ন সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন