হোম > অর্থনীতি

চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরাতে গভর্নরের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে তৎপরতা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা এ প্রক্রিয়ায় গতি ফেরাতে এখন সরকারের উচ্চপর্যায়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সড়ক পরিবহন, জ্বালানি ও রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রিজার্ভ চুরির ঘটনার সর্বশেষ অগ্রগতি ও বাকি অর্থ উদ্ধারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে দেশি–বিদেশি চক্রের সম্পৃক্তা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। সে জন্য প্রায় ৯ বছরেও মামলার তেমন অগ্রগতি হয়নি। বিশেষ মহল থেকে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ফিলিপাইন সরকার ২০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি প্রায় ৮১ মিলিয়ন ডলার ফেরত আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে চলমান মামলায় সেই অর্থ আটকে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন অর্থ ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অপরদিকে রিজার্ভ চুরির ঘটনায় চলমান মামলায় জিতে বাকি অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে গভর্নরের সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল সকালে বৈঠক করেছেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প