হোম > অর্থনীতি

এমিরেটসের রেকর্ড ৫১০ কোটি ডলারের মুনাফা

অনলাইন ডেস্ক

মুনাফা, রাজস্ব আয়, নগদ জমা—সব ক্ষেত্রে রেকর্ড গড়েছে এমিরেটস এয়ারলাইনসের মালিক প্রতিষ্ঠান এমিরেটস গ্রুপ। গত অর্থবছর (এপ্রিল ২০২৩- মার্চ’২৪) ৫১০ কোটি ডলারের মুনাফা করেছে এমিরেটস গ্রুপ, যার ৯২ শতাংশই এয়ারলাইনস থেকে এসেছে। গত অর্থবছরে গ্রুপের রাজস্ব আয় হয়েছে ৩৭৪ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি; নগদ জমা বা স্থিতি আগের চেয়ে ১১ শতাংশ বেড়ে ১২৮ কোটি ডলারে উঠেছে। 

এর আগে ২০২২-২৩ অর্থবছরে গ্রুপের মুনাফা হয়েছিল ৩০০ কোটি ডলার। তাতে দুই অর্থবছর (২০২২-২৪) মিলে মোট মুনাফা হয়েছে ৮০১ কোটি ডলার, যা ২৯ হাজার ৬০০ কোটি আমিরাতি দিরহাম। এর মুনাফা করোনা মহামারির দুই বছরের (২০২০-২২) লোকসানকে (২৫ হাজার ৯০০ কোটি আমিরাতি দিরহাম) ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার প্রকাশিত এমিরেটস গ্রুপের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

এমিরেটস এয়ারলাইনস ও ডানাটাসহ একাধিক অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এক বিবৃতিতে বলেন, ‘সারা বিশ্বে আকাশপথে পরিবহন ও ভ্রমণসেবায় পুরো বছর উচ্চ চাহিদা ছিল। অভূতপূর্ব এই ফলাফলের মূল কারণ, আমরা দ্রুততার সঙ্গে গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছি। বিগত বছরগুলোতে পণ্য ও সেবায়, কার্যকর অংশীদারত্ব এবং প্রতিভাবান কর্মীদের সক্ষমতা বাড়াতে অব্যাহত বিনিয়োগের ফসল মিলেছে।’

২০২৩-২৪ মেয়াদে এমিরেটস এয়ারলাইনসের যাত্রী ও কার্গো পরিবহনক্ষমতা ২০ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৭০০ কোটি এটিকেএম (অ্যাভেইলেবল টন কিলোমিটার, যা মোট ওজন ও দূরত্বকে গুণ করে যাওয়া যায়) হয়েছে, যা করোনার আগের সময়ের কাছাকাছি। এই সময়ে এয়ারলাইনস ৫ কোটি ১৯ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি।  আর যাত্রী আসন পূরণ সক্ষমতা বেড়ে ৭৯ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

গত বছর এমিরেটসের রাজস্ব আয় বেড়ে ৩ হাজার ৩০০ কোটি ডলারে উঠেছে। এ সময় এয়ারলাইনসটি ৪৭০ কোটি ডলার মুনাফা করে নতুন এক রেকর্ড গড়েছে। এ সময় এমিরেটসের মুনাফার হার ছিল ১৪.২ শতাংশ, যা এয়ারলাইনসের ইতিহাসে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবছর শেষে এয়ারলাইনসের নগদ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৭০০ কোটি ডলার।

এমিরেটসের পণ্য পরিবহন শাখা ‘স্কাইকার্গো’ গত বছর ২২ লাখ মিলিয়ন টন কার্গো পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। এ সময় স্কাইকার্গোর রাজস্ব আয় ছিল ৩৭০ কোটি ডলার, যা এয়ারলাইনসের মোট রাজস্ব আয়ের ১১ শতাংশ।

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং, এমএমআই/ এমিরেটস লেজার রিটেইলসহ এমিরেটস গ্রুপের অধীনে অন্যান্য প্রতিষ্ঠান ও অঙ্গপ্রতিষ্ঠানও যথেষ্ট ভালো পারফরম্যান্সও দেখিয়েছে। 

এদিকে ডানাটাও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ডানাটার মুনাফা ৩৩০ শতাংশ বেড়ে ৩৮ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল রেকর্ড ৫২০ কোটি ডলার।

২০২৪ সালের ৩১ মার্চ শেষে এমিরেটস গ্রুপের মোট কর্মীর সংখ্যা ছিল ১ লাখা ১২ হাজার ৪০৬ জন, যা গ্রুপের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস এয়ারলাইন ও ডানাটা সারা বিশ্বে তাদের রিক্রুটমেন্ট কার্যক্রম অব্যাহত রেখেছে।

এমিরেটস গ্রুপের ২০২৩-২৪ অর্থবছরের পূর্ণ প্রতিবেদন- www.theemiratesgroup.com/annualreport এ পাওয়া যাবে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন