হোম > অর্থনীতি

২০২৩ সালে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের ক্ষতি ২৫ হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক

বিধ্বংসী ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর বিশ্বে প্রায় ২৫ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি গত ১০ বছরের গড় ক্ষতিকে অতিক্রম করেছে বলে জানিয়েছে জার্মান ভিত্তিক বহুজাতিক বিমা কোম্পানি মিউনিখ রি। বিমার আওতায় না থাকায় এই ক্ষতির অর্ধেকও উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে উল্লেখযোগ্য প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির অন্যতম। যুক্তরাষ্ট্রে ২০২২ সালের তুলনায় তেমন শক্তিশালী হারিকেন আঘাত হানেনি। 

মিউনিখ রে–এর প্রধান জলবায়ু বিজ্ঞানী আনর্স্ট রাউখ বলেন, বিমাকারীদের এখন পুনর্বিবেচনা করতে হচ্ছে তারা কীভাবে ঝড়কে সংজ্ঞায়িত করবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক বজ্রঝড়কে দ্বিতীয় পর্যায়ভুক্ত (সেকেন্ডারি) বিপদ হিসেবে চিহ্নিত করতাম। কারণ এতে হালকা বা মাঝারি ক্ষতি হয়। তবে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নতুন শ্রেণিবিন্যাস নিয়ে ভাবতে হবে।’ 

২০২৩ ছিল পৃথিবীর উষ্ণতম বছর। এই উষ্ণতা বৃদ্ধি আবহাওয়ার ধরন বদলে দিচ্ছে, এতে লাখ লাখ মানুষ বিপজ্জনক তাপমাত্রার কবলে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিমা দাবির ধারণাও প্রভাবিত হচ্ছে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস সম্প্রতি সতর্ক করেছে, সংজ্ঞায়নের সীমাবদ্ধতার কারণে ক্রমে সরকারের ওপর ক্ষয়ক্ষতি বহন করার ভার ছেড়ে দেওয়া হচ্ছে। 

মিউনিখ রি অনুমান করছে, গত বছর বিভিন্ন ক্ষতির বৈশ্বিক বিমা দাবির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০০ কোটি ডলারে।

বিজ্ঞানীরা এখনই বলছে, ২০২৪ সাল গত বছরের তুলনায় আরও উষ্ণ হবে। অর্থাৎ চরম আবহাওয়াজনিত ঘটনার সম্ভাবনা আরও বাড়বে। রাউখ বলেন, ‘উচ্চ তাপমাত্রায় পানি আরও বেশি বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলে অতিরিক্ত আর্দ্রতা তীব্র ঝড়ের কারণ হয়।’ 

২০২৩ সালে তীব্র বজ্রঝড়ের কারণে যেসব ক্ষতি বিমার শ্রেণিভুক্ত করা হয়েছে—হঠাৎ ভারী বৃষ্টি, উচ্চ গতির বায়ু প্রবাহ, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা। এ বিপর্যয়গুলোর কারণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার কোটি এবং ইউরোপে ৮০০ কোটি ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। মিউনিখ রে–এর মতে, এ দুই ক্ষেত্রেই রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। 

গত বছর ইউরোপে শিলাবৃষ্টিতে শিলার সর্বোচ্চ ব্যাস ছিল ৭ দশমিক ৫ ইঞ্চি। গত জুলাই ও আগস্টে শীলাবৃষ্টিতে ইতালির উত্তরাঞ্চলে ও অন্যান্য অঞ্চলে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিধ্বংসী ঝড় হয়েছে মধ্যপশ্চিম ও টেক্সাস অঙ্গরাজ্যে। 

গত ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজার কোটি ডলার মূল্যমানের ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মাত্র ৫৫০ কোটি ডলার বিমার আওতায় ছিল।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন