হোম > অর্থনীতি

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৫ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

এলপি গ্যাসের ভ্যাটসহ নতুন মূল্য ঘোষণা করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায় এ মাসে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাট (মূল্য সংযোজন কর)–সহ বিইআরসি ঠিক করেছিল ১ হাজার ৫১৫ টাকা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২০ টাকা।

তবে সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে চলতি মাসের জন্য বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৮ পয়সা। অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ৬৭ টাকা ২৭ পয়সা।

গত বৃহস্পতিবার শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে দেখা যায়, তফসিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। আইন অনুযায়ী, তফসিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। তফসিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে আড়াই শতাংশ ভ্যাট সাড়ে ৭ শতাংশ করে বিশেষ আদেশ জারি করে। সে হিসাবে এলপিজির ভ্যাট বেড়েছে আড়াই শতাংশ।

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন