হোম > অর্থনীতি

পণ্য সরবরাহ ব্যবস্থা সহজ করতে কাজ করছে সরকার: বশির উদ্দিন

অনলাইন ডেস্ক

টিসিবি ভবনের সামনে সাশ্রয়ীমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা সহজ ও উন্নত করতে কাজ করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে সাশ্রয়ীমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

সেখ বশির উদ্দিন বলেন, নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা সহজ ও উন্নত করতে কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহায়তায় আমদানি শুল্ক কমানোর পাশাপাশি টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ব্যবস্থা সহজ করতে আমদানি ও উৎপাদনসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক চলছে। ইতিমধ্যে বেশ কিছু পণ্যে স্বস্তি আসতে শুরু করেছে। চিনি, ডিম এবং আলুর দামও শিগগিরই স্থিতিশীল হবে।

দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারের সামনে গিয়ে দেখা যায়, সারিতে শতাধিক মানুষ পণ্য কিনতে অপেক্ষা করছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই সারি আরও দীর্ঘ হচ্ছিল। কথা হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রাকের পণ্য কেনাকাটায় সিরিয়াল পাওয়া আবু তালেব নামের এক ক্রেতার সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, ‘বাজারে পণ্যের দাম অনেক বেশি। কিছু কিনে খাওয়ার জো নেই। তাই লাইনে দাঁড়িয়েছি। কষ্ট হলেও কম দামে পেঁয়াজ, চাল, ডাল, আলু কিনছি। এগুলো আমাদের প্রতিদিন লাগে।’

আজ বুধবার থেকে ঢাকায় ৫০টি এবং চট্টগ্রামে ২০টি ট্রাকে ভর্তুকিমূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পাশাপাশি প্রতি লিটার ভোজ্যতেল ১০০, প্রতি কেজি মসুর ডাল ৬০ এবং চাল ৩০ টাকায় সরবরাহ করা হচ্ছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৩ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল কিনতে পারবেন।

সাম্প্রতিক সময়ে বাজারে আলুর দামে খুব অস্থিরতা যাচ্ছে। এর প্রভাব পড়েছে সাধারণের ক্রয়ক্ষমতায়। সাধারণত প্রতিবছর উৎপাদন মৌসুমে আলুর দাম থাকে ২০-৩০ এবং মৌসুম শেষে ৪৫-৫০ টাকায় ওঠে। তবে এ বছর উৎপাদন মৌসুম থেকেই আলুর দাম চড়া, যা বর্তমানে ৭০-৭৫ টাকায় পৌঁছেছে।

বর্তমানে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলু বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকা কেজি। আর বীজ আলুর দাম বেড়ে হয়েছে ৮৫-৯৫ টাকা, যা কৃষকদের জন্যও খুবই ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে স্থানীয় বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে সেপ্টেম্বরের শুরুর দিকে আলুর আমদানি শুল্ক ১০ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৫ সেপ্টেম্বর আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) জারি করা হয়। পাশাপাশি আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল, তা প্রত্যাহার করা হয়। কিন্তু তাতে আমদানি খুব একটা বাড়েনি। এমন বাস্তবতাকে সামনে রেখে টিসিবির ট্রাকে আলু বিক্রিরও সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যসচিব মোহা. সেলিম উদ্দীন জানান, টিসিবির পাশাপাশি নিত্যপণ্যের ই-কমার্স প্ল্যাটফর্ম চালডাল ডটকমেও সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাণিজ্যসচিব মোহা. সেলিম উদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালসহ অন্য কর্মকর্তারা। সরকারের এই উদ্যোগ নিত্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সরকারি অর্ডারে ফিরছে মিরাকল

সবুজ উন্নয়নে ব্যাংকগুলোর ঝোঁক

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা ছাড়াল

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন মার্কিন শুল্ক থেকে অব্যাহতি

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে: ফাহমিদা খাতুন