Ajker Patrika
হোম > অর্থনীতি

ভারত থেকে এল আরও ২ লাখ ৩২ হাজার ডিম

বেনাপোল (যশোর), প্রতিনিধি

ভারত থেকে এল আরও ২ লাখ ৩২ হাজার ডিম
ফাইল ছবি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ ডিম। গতকাল বুধবার দুপুরে ডিমের এ চালানটি কাস্টমস থেকে ছাড় করান আমদানিকারক হাইড্রোল্যান্ড সল্যুশন।

ডিম আমদানিতে এখন থেকে ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশে শুল্কায়ন করা হচ্ছে। এতে ডিমের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাবেন তাঁরা।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজীব বলেন, ‘নতুন নির্ধারণ করা শুল্কে ডিম খালাস নিচ্ছি। ২১ অক্টোবর ৫ শতাংশ শুল্কের ডিম খালাস শুরু হয়। এখন দাম আগের চেয়ে কিছুটা কমছে। আমদানির পরিমাণ সামান্য। আমদানি বাড়াতে পারলে দাম আরও কমে আসবে।’

প্রতিটি ডিম আগে ১ টাকা ৯৬ পয়সায় শুল্কায়ন করা হতো। শুল্ক কমানোর ফলে এখন থেকে প্রতিটি ডিমে মাত্র ৭৬ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে। এই শুল্কায়নে আমদানি করা চালানের ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু সে অনুপাতে দাম কমেনি। এখনো বাজারে ১২-১৩ টাকা প্রতিটি ডিম বিক্রি হচ্ছে।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫ চালানে বেনাপোল বন্দর দিয়ে ১১ লাখ ৫৯ হাজার ২০০টি ডিম আমদানি হয়েছে। এর আগে গত বছরের ৫ নভেম্বর আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করে। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দেওয়া হলেও সেসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করতে পারেনি। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর কমাতে ১৭ অক্টোবর শুল্ক কমানো-সংক্রান্ত আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে ২০ অক্টোবর।

টিআইএনের মতো বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ

ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্তে বাধা রাজনৈতিক প্রভাব

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত

সেন্ট্রাল ফার্মার ক্ষতি শতকোটির বেশি

ভাসমান গুদাম হয়ে উঠছে লাইটার জাহাজ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

ফের দেড় লাখের নিচে নামল সোনার ভরি

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর