Ajker Patrika
হোম > অর্থনীতি

ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম

অনলাইন ডেস্ক

ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম
দৌলত আকতার মালা, আবুল কাশেম। ছবি: সংগৃহীত

অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ‌্য ফাইন্যা‌ন্সিয়াল এক্স‌প্রেসের বি‌শেষ প্রতি‌নি‌ধি দৌলত আকতার মালা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা এবং ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হা‌ফিজ ফল ঘোষণা করেন।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।

১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের বি‌শেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টি‌ভির বিজ‌নেস এডিটর কাজী আজিজুল ইসলাম ৭৫ ভোট আর ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কা‌দির পেয়েছেন ২১ ভোট ।

অপর দিকে সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এ ছাড়া চ‌্যা‌নেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ ৪৩ ভোট এবং বাংলাভিশ‌নের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ পে‌য়ে‌ছেন ৬ ভোট।

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর

বাটার ‘স্টারলাইট’ কালেকশনের সঙ্গে ঈদ উদ্‌যাপন হোক আরও জমজমাট

এক হাজার টন ইলিশ নিতে চায় চীন

বৈদেশিক ঋণ: প্রতিশ্রুতি ও ছাড় কম, পরিশোধ বেশি

রোজার বাজারে পুরোনো দৃশ্য

বে-টার্মিনাল দেশের জন্য গেম চেঞ্জার প্রকল্প

আগাম তরমুজে ভরছে বাজার

বেক্সিমকোর ১৪ কারখানার ৩৩২৩৪ কর্মী ছাঁটাই, পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে সরকার