হোম > অর্থনীতি

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২: ৫১
ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমানো হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ তথ্য জানায়।

আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। তবে অকটেনের লিটার ১২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া পেট্রোলের লিটার ১২১ টাকায় অপরিবর্তিত রয়েছে।

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার

ব্যক্তিস্বার্থে সৌদি আরামকো ও স্যামসাংকে ঢুকতে দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সঞ্চয়পত্র কেনায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ছাড়