Ajker Patrika
হোম > অর্থনীতি

‘বোয়িং-এয়ারবাস যেটা বিমানের জন্য ভালো, সেটাই আনা হবে’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

‘বোয়িং-এয়ারবাস যেটা বিমানের জন্য ভালো, সেটাই আনা হবে’

‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের জন্য নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছি। উড়োজাহাজ বিক্রির জন্য বোয়িং ও এয়ারবাস উভয়ের প্রস্তাব এসেছে। যেটা বিমানের জন্য ভালো, সেটাই কেনা হবে।’ গতকাল বুধবার সচিবালয়ে এয়ারবাস ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ওয়াটার ভ্যান ওয়ার্শের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণের জন্য আমরা নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে এরই মধ্যে এয়ারবাস তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবটি মূল্যায়নের জন্য বিমানে একটি উচ্চক্ষমতাসম্পন্ন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে বোয়িং কোম্পানিও তাদের প্রস্তাব জমা দিয়েছে। এটিও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। বাংলাদেশ ও বিমানের জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে।’

ফারুক খান বলেন, ‘এভিয়েশনশিল্প মানে শুধুই উড়োজাহাজ বা বিমানবন্দর নয়। এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দক্ষ মানবসম্পদ। আমরা দক্ষ মানবসম্পদ তৈরি এবং তাদের নিয়মিত ও যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। সেই লক্ষ্যে বাংলাদেশে ইতিমধ্যে একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া এভিয়েশনশিল্পের ওপর প্রশিক্ষণ দানকারী আমাদের কিছু প্রতিষ্ঠান রয়েছে। এয়ারবাসের এখানে কাজ করার সুযোগ রয়েছে।’

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর, চেয়ারম্যান–কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ

নগদ লেনদেনের শর্ত বাতিল দাবি

এবি ব্যাংকের ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ