চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে দশমিক ২৮ শতাংশ পয়েন্ট। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে মিলেছে এ তথ্য।
জুনের তুলনায় জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি কমেছে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হারও। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় তিনি বলেন, 'করোনার মহামারির মধ্যে দেশের মানুষের জন্য একটি স্বস্তির খবর হচ্ছে, জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার কমেছে। আশা করছি, সামনের দিনগুলোতে পণ্যের দাম আরও কমবে। ফলে মূল্যস্ফীতি আরও কমে আসবে।'